দেওয়ানগঞ্জে মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কর্মীবৃন্দ |
জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দলীয় সূতে জানাগেছে, দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা দলের আয়োজনে রবিবার বিকালে দেওয়ানগঞ্জের পশ্চিম চিকাজানি গ্রামে জাতীয়তাবাদী মহিলা দলেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী মহিলা দলে সভানেত্রী শাহিদা আক্তার ডলির সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভানেত্রী জামালপুর ১আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শাহিদা আক্তার রিতা।
এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনতি বিলম্বে কারামুক্তি সহ আগামী নির্বাচনকে সামনে রেখে সকল জিয়ার সৈনিককে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পশ্চিম চিকাজনি মহিলা দলের নেত্রী মুসলিমা বেগম,জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর মুমু ফারজান।
অন্যানের মধ্যে সাবেক প্রচার সম্পাদক আব্দুর আজিজ, মহিলা দলের নেত্রী নুরুন নাহার বেলী,কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক উয়ালিউল্লাহ শিহাব,সেচ্ছা সেবক দলের নেতা মিরাজ হোসেন,বিল্লাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাহাদুরবাদ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্রাম হোসেন।