বেগম জিয়ার মুক্তির দাবিতে কুড়িগ্রাম বিএনপির মানববন্ধনে নেতাকর্মীরা |
কুড়িগ্রাম প্রতিনিধি : কারাগারের ভেতরে আদালত স্থানান্তরের প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে জেলা বিএনপি।
সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহি কমিটির সদস্য সাবেক এমপি সাইফুর রহমান রানা। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা কৃষকদল সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সিনিঃ সহ সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারন সম্পাদক নাদিম আহমেদ, স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবু হানিফ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ রানা, ্পজেলা যুবদল সম্পাদক ফারুক হোসেন, পেীর যুবদল সাধারন সম্পাদক ইনসান আলী, জেলা ছাত্রদল সাধারন সম্পাদক হাসান যোবায়ের হিমেল সহ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা উন্মুক্ত আদালতে বেগম খালেদা জিয়ার মামলার বিচারকার্য চালানো বন্ধ করা সহ অবিলম্বে মুক্তি দাবি করেন।