বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্বর্ণপদক ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গুণীজন সংবর্ধনা, রোকেয়া পদক প্রদানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালীপুরস্থ কনভেনশন হলরুমে অনুষ্ঠিত বৃত্তিপ্রদান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যন্য অতিথিদের মধ্যে ছিলেন, কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম. শাহাদত আলম, ডা. ইউনুছ আক্তার চৌধুরী, ডা. ফারুক আহমদ, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, মাষ্টার হাবিবুর রহমান প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ, শংকর প্রসাদ দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ গুহ, উপজেলা ওলামালীগ সভাপতি আক্তার হোসেন, বেগম রোকেয়া বৃত্তি প্রদান অনুষ্ঠানের পরিচালক জহির উদ্দীন মজুমদার ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. নাছির উদ্দীন।
অনুষ্ঠানে রোকেয়া পদকপ্রাপ্তরা হলেন, রিজিয়া বেগম ও দিলারা বেগম। এতে বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের মাঝে বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করা হয়।