বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার বাঁশখালী শিলকুপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব মনকিচর গ্রামের মোহাব্বত আলীপাড়ায় এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া শিশু ইসমত আরা (১.৫) ওই এলাকার মাহমুদুল ইসলামের মেয়ে। বাড়ির খুব পাশেই তাদের ব্যবহারের পুকুরটি। মেয়েটির মা বাহিরে ধান শুকানোর কাজে বের হলে সকাল সাড়ে ১১টার দিকে শিশুটি পানিতে পড়ে যায় বলে জানান মেয়েটির বাবা আহমদুল ইসলাম। এদিকে মেয়েটির মা বাড়িতে ফিরে তার সন্তানকে না দেখে খোজ নিতে গেলেই পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখে। পরে ভাসমান অবস্থায় তাকে পানি থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
⦽প্রকাশকাল: ২১-সেপ্টেম্বর-২০১৮-১৫:২৪ ⇘সংবাদদাতা: শিব্বির আহমেদ রানা