বাঁশখালীর চাম্বল ইউনিয়ন সংসদের দ্বিবার্ষিক সন্মেলন সম্পন্ন

S M Ashraful Azom
বাঁশখালীর চাম্বল ইউনিয়ন সংসদের দ্বিবার্ষিক সন্মেলন সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) বাঁশখালী উপজেলা সংসদের উদ্যোগে শুক্রবার ১০ নং চাম্বল ইউনিয়ন সংসদ গঠনকল্পে ধর্মীয় আলোচনা সভা পূর্ব চাম্বল শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

বাগীশিক উপজেলা সংসদের শ্রী অনুপম দেবের সঞ্চালনায় বিশিষ্ট শিক্ষাবিদ চাম্বল উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী রমেন্দ্র রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সুরজিত দত্ত।

এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাগীশিক উপজেলা সংসদের সভাপতি শ্রী শংকর প্রসাদ দাশ, বিশেষ অতিথি বাগীশিক বাঁশখালী সংসদের সাধারন সম্পাদক শ্রী কাঞ্চন গুপ্ত, সাংগঠনিক সম্পাদক শ্রী রিটন দেব, শিক্ষাবিষয়ক সম্পাদক শ্রী দোলন সুশীল, সাংস্কৃতিক সম্পাদক শ্রী সুজন সুশীল, গীতাঅন্ত প্রাণ প্রধান শিক্ষক মাখন কান্তি সিকদার, ব্যবসায়ী শ্রী অরুপ দাশ।

শ্রী স্বরূপ দেবনাথের স্বাগত বক্তব্যের পর অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঁশখালী সংসদের নির্বাহী সদস্য শ্রী নিউটন দাশ, বিদ্যার্থীবৃন্দ ফাউন্ডেশনের শ্রী রাজীব দেবনাথ। আলোচনা শেষে শ্রী স্বরূপ দেবনাথকে সভাপতি এবং শ্রী রাজু তালুকদারকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট চাম্বল ইউনিয়ন সংসদ গঠনের মাধ্যমে দ্বিবার্ষিক সন্মেলন সুসম্পন্ন হয়। এই সন্মেলনের সার্বিক আয়োজনে ছিলেন বাগীশিক উপজেলা সংসদের শ্রী অনুপম দেব।





ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top