বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ সম্পন্ন

S M Ashraful Azom
বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ সম্পন্ন
বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার
শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: খাঁন বাহাদুর ফাউন্ডেশন এর উদ্যোগে বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউট পরিচালিত ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ও ইলেকট্রিকেল এন্ড নেভিগেশন কোর্সে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান শনিবার (২২ সেপ্টেম্বর) বাঁশখালী গার্লস ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

পলিটেকনিক ইনইস্টিটিউটের অধ্যক্ষ হামিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অর্থ-মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এসইআইপি প্রকল্পের নির্বাহী পরিচালক জালাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, চট্টগ্রাম-১৬, বাঁশখালীর সাবেক সাংসদ ও বাঁশখালী পলিটেকনিক ইনইস্টিটিউটের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্যে জালাল আহমেদ বলেন, যারা কৃতিত্বের সাথে এ ধরনের কোর্স গ্রহণের মাধ্যমে উর্থীর্ণ হয়েছেন আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে উচ্চতর শিক্ষা গ্রহণে তারা সুযোগ সুবিধা পাবে। এবং তা সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের আন্তর্জাতিক দক্ষ জনশক্তিতে পরিণত করে লব্ধ জ্ঞানকে দেশ জাতির কল্যাণে কাজে লাগাতে সক্ষম হবেন। এসময় আনুষ্ঠানিকভাবে প্রথম ২০জনকে সনদপত্র প্রদান করা হয়।

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এইওএসটিবি, এসইটিপি এর চীফ কো-অর্ডিনেটর ক্যাপটেন হাবিবুর রহমান, শাহাদাৎ হোসেন তালুকদার, ডা. ফররুখ আহমেদ, বাঁশখালী গার্লস কলেজের অধ্যক্ষ মুসা সিকদার, অধ্যাপক জমির উদ্দিন চৌধুরী, হামেদিয়া রহিমিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ জমির উদ্দিন নেসারী, রাজনীতিবিদ ফজলুল কাদের প্রমূখ। অনুষ্ঠানে যৌত সঞ্চালনায় ছিলেন কলেজের বাংলা প্রভাষক শুভার্থী ঘোষ এবং হিসাব বিজ্ঞানের প্রভাষক মো. জাহেদুল ইসলাম।

⦽প্রকাশকাল: ২২-সেপ্টেম্বর-২০১৮-১১:১২  ⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top