বাঁশখালী উপজেলার ফুটবল খেলার ফাইনাল খেলা পুরস্কার বিতরন করছেন উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম ,বাশঁখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার সহ অন্যান্যরা। |
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ৪৭ তম ক্রীড়া প্রতিযোগিতার বাঁশখালী উপজেলার ফুটবল খেলার ফাইনাল খেলা বাশঁখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত হয়।
বাশঁখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় বনাম পুইঁছড়ি মদিনাতুল উলুম মাদ্রাসার মধ্যে অনুষ্টিত খেলায় ২-১ গোলে বাশঁখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্টান বাশঁখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম, বাশঁখালী মাধ্যমিক শিক্ষা অফিসার ইসতিয়াক আহমদ, শীলকুপের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, বাশঁখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া, বাশঁখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. ওমর ফারুক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন মো. নাছির উদ্দিন, সহকারি ছিলেন মায়মুন আলী ও জমির উদ্দিন। এর আগে ৪টি জোনে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। শেষে বাশঁখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় বনাম নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের মধ্যে সেমিফাইনাল খেলায় বাশঁখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। অপরদিকে বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় বনাম পুইঁছড়ি মদিনাতুল উলুম মাদ্রাসা মধ্যে সেমিফাইনাল খেলায় পুইঁছড়ি মদিনাতুল উলুম মাদ্রাসা বিজয়ী হয়।