বাঁশখালীতে জাতীয় পরিচয়পত্র বিতরণ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু

S M Ashraful Azom
বাঁশখালীতে জাতীয় পরিচয়পত্র বিতরণ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু
লেমিনেটেড কার্ড বিতরণের ফাইল ফটো।
শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সতের দিন ব্যাপী পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। বাঁশখালী উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় নির্ধারিত সময়সূচীর মধ্যে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা যাবে।

উপজেলা নির্বাচন অফিসারর মো. ফয়সাল আলম জানান, বিগত ২০১৪ সাল থেকে পরবর্তীতে যারা ভোটার হয়েছে তাদেরকে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। ২০১৮ সালে হালনাগাদ বাঁশখালী উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৮ হাজার ৮শত ৮৭। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১লক্ষ ৫৮ হাজার ২শত ৭০ ও মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৪৪ হাজার ২শত ৮৭। ২০১৪ সালের পরবর্তীতে যারা ভোটার হয়ে জাতীয় পরিচয়পত্র পায়নি তাদেরকে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসের নির্ধারিত সময়ে ৪১ হাজার ভোটার আইডি কার্ড প্রদান করা হবে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১টা ও বিকাল ২টা থেকে ৪টা পর্যন্ত সময়ে নির্ধারিত তারিখে ওয়ার্ড ভিত্তিক আইডি কার্ড প্রদান করা হবে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যে সময়ে ভোটাররা আইডি কার্ড পাবে: পুকুরিয়া ইউনিয়ন ৩০ সেপ্টেম্বর, রবিবার (সকাল ১-৫ নং ওয়ার্ড ও বিকাল ৬-৯ নং ওয়ার্ড), সাধনপুর ইউনিয়ন ১ অক্টোবর, সোমবার (সকাল ১-৫ নং ওয়ার্ড ও বিকাল ৬-৯ নং ওয়ার্ড), খানখানাবাদ ইউনিয়ন ২অক্টোবর, মঙ্গলবার (সকাল ১-৫ নং ওয়ার্ড ও বিকাল ৬-৯ নং ওয়ার্ড), বাহারছড়া ইউনিয়ন ৩ অক্টোবর, বুধবার (সকাল ১-৫ নং ওয়ার্ড ও বিকাল ৬-৯ নং ওয়ার্ড), কালিপুর ইউনিয়ন ৪ অক্টোবর, বৃহস্পতিবার (সকাল ১-৫ নং ওয়ার্ড ও বিকাল ৬-৯ নং ওয়ার্ড), বৈলছড়ি ইউনিয়ন ৬ অক্টোবর, শনিবার (সকাল ১-৫ নং ওয়ার্ড ও বিকাল ৬-৯ নং ওয়ার্ড), কাথরিয়া ইউনিয়ন ৭ অক্টোবর, রবিবার (সকাল ১-৫ নং ওয়ার্ড ও বিকাল ৬-৯ নং ওয়ার্ড), সরল ইউনিয়ন ৮ অক্টোবর, সোমবার (সকাল ১-৫ নং ওয়ার্ড ও বিকাল ৬-৯ নং ওয়ার্ড), শীলকুপ ইউনিয়ন ৯ অক্টোবর, মঙ্গলবার (সকাল ১-৫ নং ওয়ার্ড ও বিকাল ৬-৯ নং ওয়ার্ড), গন্ডামারা ইউনিয়ন ১০ অক্টোবর, বুধবার (সকাল ১-৫ নং ওয়ার্ড ও বিকাল ৬-৯ নং ওয়ার্ড), চাম্বল ইউনিয়ন ১১ অক্টোবর, বৃহস্পতিবার (সকাল ১-৫ নং ওয়ার্ড ও বিকাল ৬-৯ নং ওয়ার্ড), শেখেরখীল ইউনিয়ন ১৩ অক্টোবর, শনিবার (সকাল ১-৫ নং ওয়ার্ড ও বিকাল ৬-৯ নং ওয়ার্ড), পুইছড়ি ইউনিয়ন ১৪ অক্টোবর, রবিবার (সকাল ১-৫ নং ওয়ার্ড ও বিকাল ৬-৯ নং ওয়ার্ড), ছনুয়া ইউনিয়ন ১৫ অক্টোবর, সোমবার (সকাল ১-৫ নং ওয়ার্ড ও বিকাল ৬-৯ নং ওয়ার্ড), বাঁশখালী পৌরসভা কার্যালয় ১৬ অক্টোবর, মঙ্গলবার (সকাল ১-৫ নং ওয়ার্ড ও বিকাল ৬-৯ নং ওয়ার্ড) জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

উল্লেখ্য, পেপার লেমিনেটেড পরিচয়পত্র পাওয়ার জন্য ভোটারকে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার সময় নিবন্ধন স্লিপ/প্রাপ্তী রশিদ (ফরম-৫) দাখিল করতে হবে। এ ক্ষেত্রে ভোটার নিজে উপস্থি হতে না পারলে নিবন্ধন স্লিপ/রশিদ তার মনোনীত ব্যক্তিকে প্রদান করে কার্ড সংগ্রহ করতে পারবেন। এতে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ভোটারের পরিচিতি নিশ্চিত করা বাধ্যতামুলক। নির্ধারিত দিনে উপস্থিত হতে না পারলে পরবর্তীতে উপজেলার বিতরণ কর্মসূচী শেষ হওয়ার পর উপজেলা নির্বাচন অফিস হতে অফিস চালাকালীন সময়ে কার্ড সংগ্রহ করতে পারবেন।


⦽প্রকাশকাল: ২৫-সেপ্টেম্বর-২০১৮-১৯:০৫  ⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top