বাঁশখালীতে বন্যহাতির আক্রমনে নিহত ১ আহত ১!

S M Ashraful Azom
বাঁশখালীতে বন্যহাতির আক্রমনে নিহত ১ আহত ১!
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: বন্যহাতির আক্রমন যেন থামছেনা। বসতঘর থেকে শুরু করে শস্যক্ষেত সবকিছুতেই হানা দিচ্ছে বন্যহাতির পাল। এদিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড রাধামুড়া ও নতুন পাড়া এলাকায় বন্য হাতির হানায় ১ জন নিহত ও আহত হয়েছেন ১ জন। 

গত বুধবার (৫ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে যায়, পুকুরিয়া ইউনিয়নের রাধামুড়া এলাকায় গত বুধবার রাত ৩ টার দিকে হাতির পাল লোকালয়ে প্রবেশ করে। এদিকে হাতির দলকে তাড়া করতে গিয়ে লোকজন নানা ছোটাছুটি করছিল। 

এ সময় হাতি তাড়ানোর জন্য বাড়ির বাহিরে যাওয়া ছেলেকে খুঁজতে গিয়ে মরিয়ম বেগম (৬১) নামে এক বৃদ্ধ মহিলা হাতির পায়ে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

এ সময় হাতির হামলায় গুরুতর আহত হয় শফিকুল ইসলাম (৩৫) নামে আরো এক ব্যক্তি। গুরুতর আহত শফিকুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায় । 

নিহত মরিয়ম বেগম ওই এলাকার ছিদ্দিক আহমদের স্ত্রী ও শফিকুল ইসলাম একই এলাকার মৃত আবদুল কুদ্দুচের পুত্র বলে জানা যায়।


স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ জানান, বাঁশখালীর পুকুরিয়া ও সাধনপুর এখন আতংকপুরীর নাম। এখানে সূর্যাস্তের সাথে সাথে সদলবলে পাহাড় থেকে নেমে পড়ে হাতির পাল। তাদের অাক্রমনে এখাকার অনেক বসতঘর ভাংচুর সহ নানা ভয়ানয়ক ক্ষতি হয়েছে পূর্বের বিভিন্ন সময়। 

এখন রাত এলেই আতংকে থাকে স্থানীয়রা। হাতির পাল প্রতিনিয়ত বাড়ীঘরে হানা দিলেও বনবিভাগ, এলাকাবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছুতেই যেন থামাতে পারছে না। 

বন্য হাতির তান্ডবে প্রতিনিয়ত এই এলাকার মানুষ মৃত্যুর সাথে যুদ্ধ করে যাচ্ছেন বলেও তিনি জানান।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top