দেওয়ানগঞ্জ প্রতিনিধি : বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে রোববার সকালে জাতীয়, দলীয় পতাকা উত্তোলণের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবকদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা বিএনপি কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের করে সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক কার্যালয় প্রদক্ষিণ শেষে স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ সাদা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আজমত আলী, ছাত্র বিষয়ক সম্পাদক মাসুদ হাসান পলিন, শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা মঞ্জুরুল হক মঞ্জু, সাঈদ বিন আনোয়ার সজিব প্রমুখ।
আলোচনা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।