সীতাকুণ্ডে আওয়ামী লীগের শোক-সভায় হামলা।। ছুরিকাঘাতে দুই ভাই নিহত

S M Ashraful Azom
সীতাকুণ্ডে আওয়ামী লীগের শোক-সভায় হামলা।। ছুরিকাঘাতে দুই ভাই নিহত


সেবা ডেস্ক: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের এক সভা শেষ হওয়ার পর মহাসড়কে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন দুই ভাই।

সীতাকুন্ড উপজেলার বড় দারোগার হাট এক্সেল নামক এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর সন্ত্রাসী হামলায় রমজান আলী খোকন ও তার সহোদর ভাই সিজান আলী নিহত হয়েছে। এদের মধ্যে রমজান আলী খোকন আওয়ামী লীগ ও সিজান আলী যুবলীগের নেতা বলে জানা গেছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।

২৭ আগষ্ট সোমবার রাত ৮টায় বড় দারোগারহাট এক্সেল এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানান সীতাকুন্ড থানার উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন।

হামলায় আহতরা হলেন যুবলীগ নেতা রমজান আলী (২৫) ও নূরুল আমিন (৩৫)। বাকি একজনের নাম পাওয়া যায়নি। তাছাড়া নিহত আওয়ামীলীগ নেতা রমজান আলী খোকন ও সিজান আলী বারৈয়াঢালা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মহালংকা এলাকার মৃত নূরুল আফছারের পুত্র।

জাতীয় শোক দিবস উপলক্ষে সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভা ছিল বিকালে। ওই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম।

ওই সভা শেষে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে হামলার মুখে পড়েন এমপি দিদারের অনুসারী রমজান। মোটর সাইকেলে মোট তিনজন ছিলেন। তৃতীয়জন মো. মোবারক অক্ষত রয়েছেন।

আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে এই হামলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মসিউদ্দৌলা রেজা বলেন, প্রতিপক্ষ গ্রুপের লোকজন এই হামলা করেছে বলে আমরা ধারণা করছি।তিনি আরও জানান, রমজানের বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ নানা অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

নিহত রমজান আলী খোকনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ৬টি মামলা রয়েছে বলেও জানান ওসি।

 -

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top