প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেগে আপ্লুত হলেন পদ্মা সেতু দেখে

S M Ashraful Azom
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেগে আপ্লুত হলেন পদ্মা সেতু দেখে

সেবা ডেস্ক: পদ্মা সেতু বর্তমান বাংলাদেশে সক্ষমতা ও স্বনির্ভরতার প্রতীক। দেশি-বিদেশি অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলা করে ক্রমশ দীর্ঘ হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। প্রমত্তা পদ্মায় ঢেউয়ের মাঝে যেস স্বগর্বে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আর এই দৃশ্যমান পদ্মা সেতুর ক্রমবর্ধমান কাজ দেখে আবেগে আপ্লুত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১৫ আগস্ট বাঙ্গালীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে ঢাকায় ফেরার পথে হেলিকপ্টার থেকে স্বপ্নের পদ্মাসেতুর কার্যক্রমের অগ্রগতি প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। এসময় তাকে বেশ আত্মবিশ্বাসী দেখা যায়।

হেলিকপ্টার থেকে প্রধানমন্ত্রী পদ্মসেতু প্রত্যক্ষ করার ছবি প্রকাশ করেছেন প্রেস উইংয়ে কর্মরত ফটোসাংবাদিক ইয়াসিন কবির জয়। তিনি ছবিটি ফেইসবুকে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘অভিনন্দন বঙ্গবন্ধুকন্যা
প্রমত্তা পদ্মায় গর্বিত এক বাংলাদেশ!’



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top