রকি চন্দ্র সাহা, জেলা প্রতিনিধি, চাঁদপুর: শাহরাস্তিতে রাত কাটানোর দায়ে গৃহবধু সহ এক চা-দোকানদারকে পুলিশ আটক করেছে।
পুলিশ অভিযুক্ত দুজনকে চাঁদপুর জেলহাজতে পাঠিয়েছে । শুক্রবার শাহরাস্তি উপজেলার মেহার দক্ষিন ইউপি’র লদের বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহবধুর স্বামী ও স্থানীয়রা জানায়, হাজীগঞ্জ উপজেলার বড়কুল গ্রামের জয়নাল আবেদীনের পুত্র খোকন (৩০) শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউপি’র আয়নাতলী গ্রামের মোতুর বাড়িতে ৮ বছর পূর্বে বিয়ে করেন।
তার ওই সংসারে স্ত্রী সহ ১টি ছেলে ও ১টি মেয়ে সন্তান রয়েছে। শ্বশুর বাড়ি এ এলাকায় হওয়ায় সে শাহরাস্তি পৌরসভার মেহার কালিবাড়ী বাজারে একটি চা দোকান দিয়ে বসেন । ওই সুবাদে তার সঙ্গে মেহার দক্ষিন ইউপি’র দেবকরা লদের বাড়ির মৃত আলী আশ্রাফ পুত্র রিক্সা শ্রমিক মনির হোসেন (৩৮)স্ত্রী আয়শা বেগম (৩৫) সঙ্গে পরিচয় হয় ।
ওই সর্ম্পকের রেশ ধরে খোকন প্রায় রাত বিরাত মনিরের ঘরে যাতায়াত করতো। সম্প্রতি বিষয়টি বাড়ির লোক জনের দৃস্টি গোচর হলে তারা খোকনের সময় অসময় আসা যাওয়ার খেয়াল রাখতে শুরু করে।
গত বৃহস্প্রতিবার দিবাগতরাত খোকন পূর্বের ন্যায় আয়শার নিকট রাত কাটাতে ছুটে আসলে বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা দু জনকে রাত ২টায় আপক্তিকর আবস্থায় আটক করে তাকে উওম মধ্যম দিয়ে স্থানীয় ইউপি’র চেয়ারম্যানকে খবর দেয়।
চেয়ারম্যান সফিউল আলম মিন্টু এসে বিষয়টি নিষ্পত্তি না করতে পেরে উভয়কে পুলিশে সোপর্দ করে। শাহরাস্তি থানার এসআই নজরুল সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।পরে পুলিশ শুক্রবার অভিয্ক্তু দু জনকে চাঁদপুর জেল হাজতে প্রেরন করে।
এদিকে ৩ সন্তানের জননী আয়শা উপস্থিত সকলের সামনে স্বামী মনিরকে ত্যাগ করে খোকনকে বিয়ে করতে আগ্রহী বলে জানায়। খোকন জানায়, সে ৫ হাজার টাকা হারিয়ে এখানে খুঁজতে এসেছে।