বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বাঁশখালী উপজেলা শাখার সকল কমিটি ও কার্যক্রম বাতিল ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রিয় কমিটি। রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রকারিদের অনুপ্রবেশ ও সংঠনের গঠনতন্ত্র পরিপন্থি কাজের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আবেদ আলী।
গত শনিবার (২৫অগাস্ট) সংগঠনটির জাতীয় সদর দপ্তর থেকে ব্যারিষ্টার মুহাম্মাদ ইউসুফ স্বাক্ষরিত এক বিবৃতে জানানো হয়, সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কমিটি ও আওতাধীন বিভিন্ন ইউনিয়ন শাখা কমিটিতে ও রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রকারিদের অনুপ্রবেশ ও সংঠনের গঠনতন্ত্র পরিপন্থী কার্যক্রমের অভিযোগ উঠে। তা কেন্দ্রীয় কমিটির নজরে আসে। এমতবস্থায় আন্তর্জাতিক এই সংগঠনের ভাবমূর্তি অক্ষুন্নত রাখতে বাঁশখালী উপজেলার সকল কমিটি বাতিল করা হল।
বিবৃতে আরও বলা হহয়, উক্ত সংগঠনের পরিচয় বহনকরে অত্র অঞ্চলে কোনো প্রকার সাংগঠনিক কার্যক্রম করতে না পারে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের সহযোগিতা কামনা করা হচ্ছে।
এছাড়া বলা হয়, বাঁশখালী এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, স্বাধীনতার পক্ষের সমাজকর্মীদের মাধ্যমে একটি কমিটি গঠনের জন্য সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ মুজিবুর রহমান সি আই পি কে অনুরোধ করে ইতিমধ্যে একটি পত্র প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বাঁশখালী উপজেলার সাবেক সভাপতি আরিফুর রহমান সুজন বলেন, আমাদের কার্যক্রম নিয়ে যেহেতু প্রশ্ন উঠেছে, তাই আমি নিজে অনুরোধ করেছি কার্যক্রম বাতিল করতে। কেননা আমি চাইনা আন্তর্জাতিক মানবাধিকার এ সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ন হোক।