গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে বাদেপাশা ইউনিয়নের নোয়াই হাফিজিয়া মাদ্রাসার ভূমিদাতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আব্দুল কাদিরের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী জাহাঙ্গির আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিট্রিশ এডুকেশন কাউন্সিলর খাদিজা বেগম আলম, গোলাপগঞ্জ উপজেলা গণদাবী পরিষদের সভাপতি হাবিবুর রহমান, নোয়াই প্রাইমারী স্কুলের প্রাক্তণ প্রধান শিক্ষক নুরুল হক, বাদেপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ। উপস্থিত ছিলেন মাওলানা ফয়জুল ইসলাম, ছালেহ আহমদ মাস্টার, নোয়াই হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ জসিম উদ্দিন, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে নোয়াই গ্রামের ৮ জন ভূমিদাতাকে নোয়াই হাফিজিয়া মাদরাসার ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।