বকশীগঞ্জে এসএসসি ২০০৯ ব্যাচের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

S M Ashraful Azom
বকশীগঞ্জে এসএসসি ২০০৯ ব্যাচের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে “বন্ধৃত্ব অমূল্য সম্পদ, অটুট থাকুক আজীবন” স্লোগান নিয়ে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৯ ব্যাচের কমিটি গঠন করা হয়েছে। ২৮ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনএম উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত ওই পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মো. মারুফ হোসেন।

কমিটির সাধারণ সম্পাদক মো রিয়াজ আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় স্বাগত বক্তব্য রাখেন এসএসসি ২০০৯ ব্যাচের উপদেষ্টা ও শহীদ তিতুমীর কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেন মিরাজ।

এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক শাহীন আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক সাইফুল ইসলাম , রাশেদুল ইসলাম রনি, উক্ত এসএসসি ২০০৯ ব্যাচের উপদেষ্টা মন্ডলীর সদস্য জোবায়েত হোসেন জীবন, মির্জা নাইম, মাজহারুল ইসলাম রানা , ইস্রাফিল হোসেন বুলবুল, মাহমুদ হাসান মিলন, পনির মিয়া।

অন্যন্যদের মধ্যে এসএসসি ২০০৯ ব্যাচের সহসভাপতি মো. রাজু  আহমেদ, আতাউর রহমান আলম, যুগ্ন সাধারণ সম্পাদক সৌরভ সাহা, আল আরিফ, অর্থ সম্পাদক মনির তরফদার , সদস্য এইচএম মাইনুল ইসলাম সহ উক্ত ব্যাচের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন কমিটির সদস্য ওয়ারেছ আলী এবং গীতা পাঠ করেন  উপদেষ্টা প্রতীক সাহা।

আগামিতে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক কর্মকান্ড পরিচালনা করার দৃঢ প্রত্যয় করেন কমিটির নেতৃবৃন্দ।




ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top