শাহরাস্তিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

S M Ashraful Azom
শাহরাস্তিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

রকি চন্দ্র সাহা, চাঁদপুর জেলা প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শাহরাস্তি উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) আয়োজন করার জন্য আয়োজন করা হয়েছে। 

অত্যন্ত সময় উপযোগী একটি টুর্নামেন্ট এখান থেকে বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যত খেলোয়ার সৃষ্টি হবে। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান দল জেলা পর্যায়ে খেলার সুযোগ পাবে। চ্যাম্পিয়ান দল ও রানার্সআপ দল পাবে মূল্যবান পুরস্কার। 

এই টুর্নামেন্টে সেরা খেলোয়ার বিকেএসপিতে সরকারি ভাবে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং অন্যান্য খেলোয়ারদের বাফুফের ডেভেলপমেন্ট উইংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে উপজেলা পর্যায়ে খেলা শুরুর নির্ধারিত তারিখে খেলোয়াড়দের বয়সসীমা অনূর্ধ্ব- ১৭ বছর হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ, জেএসসি/পিএসসি পরীক্ষার সনদ দখিল করতে হবে। 

আগ্রহী ফুটবল খেলোয়ারগণ স্ব স্ব ইউনিয়ন ও পৌরসভায় সংশ্লিষ্ট কাগজপত্রাদি আগামী ৩১ আগস্ট ২০১৮খ্রি. তারিখের মধ্যে জমা দিতে হবে। উল্লেখ্য যে, প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভা প্রাপ্ত খেলোয়াড়দের নিয়ে আলাদা আলাদা দল গঠন করবে। 

উপজেলা পর্যায়ে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের বয়স ছবিসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রত্যয়ন করবেন।




#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top