সেবা ডেস্ক: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বকশীগঞ্জ বিএনপি’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সামনে কেন্দ্রীয় সকল কর্মসূচী সফল করতেই বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৪ আগষ্ট শুক্রবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা সাবেক আইজিপি মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি,নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচনের দাবি এবং সামনের দিনে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে সকল আন্দোলনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা।
শুক্রবার রাতে পৌর শহরের পাখিমারা এলাকায় ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-১ আসনে (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশী সাবেক আইজিপি মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও সরকারি কে.ইউ কলেজের সাবেক ভিপি ফখরুজ্জামান মতিন।
পৌর বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল সাফী লিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক রকিবুল হাসান বাবুল,সদস্য সচিব আবদুল কাইয়ুম,যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী, মিজানুর রহমান লেবু,শাজাহান সরকার,মমতাজুর রহমান মমতাজ, বকশীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক হাফিজুর রহমান ফিরোজ, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আতিকুর রহমান সাজু, সাবেক ছাত্রনেতা এস এ নেওয়াজী, সাবেক চেয়ারম্যান বুলবুল আহাম্মেদ, আহসান হাবীব লিপন, বকশীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল্লাহ, যুগ্ন আহবায়ক আল আমিন বিদ্যুৎ, গোলাম রব্বানী, মেরুরচর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম পুলক, সদস্য সচিব জুলফিকার আলী ভুট্টো, জাসাসের সভাপতি প্রভাষক বজলুর রশিদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি নওশেদ আলী, শ্রমিক দলের আহবায়ক কায়ছার আমীন,যুবদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন মনির, ছাত্রদলের সভাপতি এস এম রাসেল,পৌর ছাত্রদলের সভাপতি মুরাদুজ্জামান মুরাদ প্রমূখ।
এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-
-