ইসলামিক ফাউন্ডেশন বাঁশখালীর উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

S M Ashraful Azom
ইসলামিক ফাউন্ডেশন বাঁশখালীর উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশন বাঁশখালীর উদ্যোগে উপজেলা পরিষদ মিলণায়তনে গত বৃহস্পতিবার (১৬ আগস্ট) জনসচেতনতায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশ মঈনুল ইসলাম ফরহাদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।


ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ গোলাম সোবহানের সভাপতিত্বে এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, বিশেষ অথিতি ছিলেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দীন হিরা, বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেহেনা আক্তার কাযেমী, বাঁশখালী উপজেলা ওলামালীগের সভাপতি মো. আকতার হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সহ-পরিবেশ ও পর্যটন বিষয়ক সম্পাদক এম. মহিউল আলম চৌধুরী।


প্রধান অথিতি বক্তব্যে বলেন, বাঁশখালীতে জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। বাঁশখালীকে একটি সন্ত্রাস মুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। বাঁশখালী উপজেলা প্রশাসন ইতোমধ্যে মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top