সেবা ডেস্ক: তথ্যমন্ত্রী বলেন, ‘জেনারেল জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া জাতির জনক বঙ্গবন্ধুর খুনি, একাত্তরের রাজাকার, ২১ আগস্টের বোমাবাজ এবং মানুষ পোড়ানোসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর আশ্রয় প্রশ্রয় এবং সম্মানিত করেছেন।
যেসব দুষ্কর্মের ঘটনা ঘটে গেছে কে এসব অস্বীকার করবে। আমি খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ অস্বীকার করতে পারবেন না। তারপরও যারা এসব অস্বীকার করে তারা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুষ্কর্ম আড়াল করতে গণতন্ত্রের ধোয়া তুলে আড়াল করতে চায়।’