রকি সাহা, জেলা প্রতিনিধি, চাঁদপুর: ১৬ই আগষ্ট বৃহস্পতিবার সারা দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষে বর্তমান সরকারের কর্মসূচী যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিস এর সকল পর্ব স্থায়ী করনের লক্ষে মানববন্ধন করেছেন শাহরাস্তি উপজেলায় কর্মরত যুব-যুবমহিলা কর্মীরা বৃহস্পতিবার সকালে দেশব্যাপি কর্মসূচীর অংশ হিসাবে ন্যাশনাল সার্ভিস ৬ষ্ঠ পর্বের শাহরাস্তি উপজেলার কর্মীরা শাহরাস্তি উপজেলার প্রধান গেইট এর সামনে মানববন্ধন করে।
এ সময় বক্তব্য রাখেন ন্যাশনাল সার্ভিস কর্মীদের সংগঠন একতা কল্যাণ পরিষদ এর নীতি নির্ধারণ কমটির সদস্য মোঃ মনঞ্জুরুল আলম, ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ এর শাহরাস্তি উপজলো শাখার যুগ্ন-আহবায়ক মোঃ পারভেজ হোসন রুবেল, আজগর হোসেন মিয়াজি , মোঃ রাশেদ আলম মজুমদার, ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন , যুগ্ন-আহবায়ক শাখাওয়াত হোসেন শিমু , নাছরিন সুলতানা, দৈনিক প্রতিদিনের সংবাদ এর শাহরাস্তি প্রতিনিধি ও একতা কল্যাণ পরিষদ এর সম্মানীত সদস্য সুমন বিশ্বাস , ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ এর শাহরাস্তি উপজেলা শাখার সম্মানীত সদস্য মোঃ মুরাদ হোসেন, রফিকুল ইসলাম, মোঃ রবিউল হাসান, লক্ষণ বর্মন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব শাহরাস্তি উপজেলা কো-অর্ডিনেটর ও ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ এর শাহরাস্তি উপজেলা শাখার সম্মানীত সদস্য লব চন্দ্র দাস।
কর্মসূচী স্থায়ী করনের লক্ষে বিভিন্ন দাবী উপস্থাপন করেন ন্যাশনাল সার্ভিস কর্মীদের সংগঠন একতা কল্যাণ পরিষদ এর শাহরাস্তি উপজেলা শাখার আহবায়ক রকি সাহা ।এতে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল সার্ভিসের কর্মী মনির হোসেন , তরুন মজুমদার,এমরান,পলাশ,ইউসুফ,নাসিমা আক্তার ,মোজাম্মেল, শুভ ঘোষ,সুভাষ কানজি ফাতেমা ,রত্না আক্তার,শেখ ফরিদ, তাহমিনা আক্তার,বাপ্পি, আবু তাহের, তুহিন আক্তার ও কবির হোসেন ।মানববন্ধনে কর্মীসহ বিভিন্ন স্তরের সচেতন সমাজ সংহতি জানিয়ে প্রায় ২০০জন অংশগ্রহন করেন।
কর্মসূচী স্থায়ী করনের লক্ষে বিভিন্ন দাবী উপস্থাপন করেন ন্যাশনাল সার্ভিস কর্মীদের সংগঠন একতা কল্যাণ পরিষদ এর শাহরাস্তি উপজেলা শাখার আহবায়ক রকি সাহা ।এতে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল সার্ভিসের কর্মী মনির হোসেন , তরুন মজুমদার,এমরান,পলাশ,ইউসুফ,নাসিমা আক্তার ,মোজাম্মেল, শুভ ঘোষ,সুভাষ কানজি ফাতেমা ,রত্না আক্তার,শেখ ফরিদ, তাহমিনা আক্তার,বাপ্পি, আবু তাহের, তুহিন আক্তার ও কবির হোসেন ।মানববন্ধনে কর্মীসহ বিভিন্ন স্তরের সচেতন সমাজ সংহতি জানিয়ে প্রায় ২০০জন অংশগ্রহন করেন।
-