সেবা ডেস্ক: ফ্রান্সে অবস্থিত গুগলের অফিসিয়াল গুগল প্লাস পেজ বন্ধ করার ঘোষণা দিয়েছে গুগল ফ্রান্স। তাদের দেওয়া এক পোস্টে লিখেছে, চলতি সপ্তাহে ফ্রান্সের গুগল প্লাস সেবা বন্ধ হচ্ছে। আরও বিস্তারিত আপডেট পেতে এ পেজের অনুসারীদের ফেসবুক ও টুইটার পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
কিন্তু তাদের ঐ বন্ধ ঘোষনা’র পোস্টে বন্ধ হওয়ার কারন পাওয়া যায় নি। গুগল ফ্রান্স তাদের গুগল প্লাস পেজে পোস্ট করা প্রায় বন্ধ করে দিয়েছে। পেজটিতে সর্বশেষ গত ৪৬ সপ্তাহ আগে পোস্ট করা হয়েছিল।
ফ্রান্সে গুগল প্লাসে বন্ধের ঘোষণার পর প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন, একটি দেশে গুগল প্লাস পেজ বন্ধের ঘোষণার পর অন্যান্য দেশেও পেজ বন্ধের ঘোষণা আসতে পারে।
২০১১ সালে যাত্রা শুরু করে গুগল প্লাস। জিমেইল অ্যাকাউন্ট খোলার সাথে সাথে গুগল প্লাসেও ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে যেত। এমন কৌশলের পর গুগলের এ সেবাটি বন্ধ হওয়ার পথে।
গত কয়েক বছর ধরে শেয়ারবাজারে গুগল প্লাসের শেয়ারের দাম নিম্নমুখী ছিল। এছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়ার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছিল না গুগলের এই সামাজিক যোগাযোগ মাধ্যম।