পুইছড়ি জ্ঞানচর্চা পাঠাগারের বর্ণাঢ্য আয়োজনে বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

S M Ashraful Azom
 পুইছড়ি জ্ঞানচর্চা পাঠাগারের বর্ণাঢ্য আয়োজনে বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

বাঁশখালী, চট্টগ্রাম (প্রতিনিধি): জ্ঞানের জন্য আসুন, জ্ঞানের জন্য পড়ুন, জ্ঞানের আলো ছড়িয়ে দিন শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের আলোকে পুইছড়ি জ্ঞানচর্চা পাঠাগার ৪ সেপ্টেম্বর'১৭ ইংরেজি উদ্ধোধনের পর ১বৎসর পূর্ণ হল।


পুইছড়ি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে স্থানীয় ছালেমা চৌধুরানী বাজারস্থ পাঠাগার চত্বরে ১ম বর্ষপূর্তি উদযাপন, প্রবীণ শিক্ষক সম্মাননা স্মারক, সাংস্কৃতিক পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রবীণ শিক্ষক মাস্টার আবুল খাইর। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন ওমর ফারুক ছোহাইল। অনুষ্ঠান সঞ্চলনা করেন শাহাদাত ইসলাম। উদ্ভোধনী বক্তব্য রাখেন শাহাদাত হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোরশেদুর রহমান। প্রধান মেহমান হিসেবে ছিলেন বাঁশখালী থানার চৌকস অফিসার ইনচার্জ সালাহউদ্দিন হিরা, প্রধান আলোচক ছিলেন অরবিট স্কুল এন্ড কলেজের পরিচালক লায়ন আমিরুল হক ইমরুল কায়েস। কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য জাকের হোসেন চৌধুরী বাচ্চু।


অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরিফুর রহমান সুজন, কফিল উদ্দিন চৌধুরী, সোলতানুল আযিম চৌধুরী, খোরশেদ আলম, ফোরকান এলাহী, এমরানুল হক, ফৌজুল কবির চৌধুরী, শহীদুল্লাহ, সুমন আকবর, শামিম উল্লাহ আদিল, হেলাল উদ্দিন আবির প্রমূখ।


সংবর্ধিত অতিথি হিসেবে শিক্ষক সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন প্রবীণ শিক্ষক
জাফরুল আলম (জহির), মাওলানা আশরাফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সিকদার মানিক, মাওলানা সিরাজুল হক, মো. শামসুল হক, অজিত কান্তি দে, শায়লা পারভিন, সরওয়ার উদ্দিন চৌধুরী, ডা. মোস্তাফিজুর রহমান আশেক প্রমুখ।


উক্ত আলোচনা সভায় বক্তারা পাঠাগারের উত্তরোত্তর সফলতা কামনা করেন ও সবসময় পাঠাগারের সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top