রকি চন্দ্র সাহা ( চাঁদপুর জেলা প্রতিনিধি) : চাঁদপুরের শাহরাস্তিতে পানিতে পড়ে দুই বোনের করুন মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে রায়শ্রী উওর ইউপি’র রশিদপুর গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।নিহতের স্বজনরা জানায়, ওই বাড়ির আবুল কালামের বড় ছেলে মোঃ সোহাগের মেয়ে লামিয়া আক্তার (৫) ও তার মেয়ে পারভীন বেগমের কন্যা সামিয়া আক্তার (৫) সকালে বাড়ির আঙ্গিনায় ফসলি জমির ডোবায় জমে থাকা পানিতে খেলতে যায় ।
পরে স্বজনরা দু’শিশুর সন্ধান করতে গিয়ে তাদেরকে বাড়ির পার্শে ফসলি জমিনের ডোবায় জমে থাকা পানিতে পড়ে থাকতে দেখে। পরে স্বজনরা তাদেরকে উদ্ধার করে স্থানীয় ডাক্তার দেখালে তাদেরকে মৃত ঘোষনা করেন। মৃত্যুর এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে তাদের বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওইদিন বিকেল ৫টায় নিহত শিশু লামিয়ার নিজ বাড়ি ও সামিয়ার গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছার ফেরুল গ্রামে জানাজা অনুষ্টিত হয়।
উল্লেখ্য, ওই বাড়ির আবুল কালামের মেয়ে পারভীন বেগম ও তার মেয়ে সামিয়া আক্তার ঈদে নানার বাড়ি বেড়াতে এসে মামা মোঃ সোহাগের মেয়ে লামিয়া আক্তার সঙ্গে খেলতে গিয়ে জীবন দিলো ।