সেবা ডেস্ক: জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের সাংবাদিকের উপর হামলা করেছে খালেদা জিয়ার দেহরক্ষী ও চট্টগ্রাম নগর যুবদল নেতা সামসুল হক। হামলার শিকার ওই সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোরে ডট কমের চট্টগ্রাম ব্যুরো প্রধান মিন্টু চৌধুরী।
১৬ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে চট্টগ্রাম বিডিনিউজ অফিসের সামনেই মিন্টু চৌধুরীর উপরে হামলা করে সামসুল হক ও তার সহযোগীরা।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, মিন্টু চৌধুরীকে আকস্মিকভাবে হামলা করে খালেদা জিয়ার ওই দেহরক্ষী সামসুল হক। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে পালিয়ে যায়। তারা জানায়, সত্য প্রকাশে নির্ভীক সাংবাদিক হিসেবে চট্টগ্রাম জুড়ে মিন্টু চৌধুরীর সুনাম রয়েছে। তার বিভিন্ন কুকর্ম ফাঁস করে দেয়ায় হয়তো সামসুল হক মিন্টু চৌধুরীকে হামলা করেছে।
জানা গেছে, হামলার পর মিন্টু চৌধুরী থানায় অভিযোগ করলে এ বিষয়ে নগর পুলিশ এই যুবদল নেতাকে আটক করে। খুন, ছিনতাইসহ খালেদার এই দেহরক্ষীর বিরুদ্ধে ১৭ টি মামলা রয়েছে বলেও জানা যায়।
-