তারেক জিয়ার কাছে কণ্ঠশিল্পী আসিফ আকবরের চিঠি

S M Ashraful Azom
তারেক জিয়ার কাছে কণ্ঠশিল্পী আসিফ আকবরের চিঠি

সেবা ডেস্ক: অর্থ চেয়ে তারেক জিয়ার কাছে কণ্ঠশিল্পী আসিফ আকবরের চিঠি। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেহেতু পর্যাপ্ত প্রচারণা চালাতে অক্ষম তাই বিনোদনের উছিলায় কনসার্ট করে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচারণা চালাতে তারেক জিয়ার কাছে অর্থ সহায়তার আবেদন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত কণ্ঠশিল্পি আসিফ আকবর। বিষয়টি জানাজানির পর বিএনপিতে আসিফ আকবরকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

সূত্রে জানা গেছে, ঈদের পর দেশের বিভিন্ন অঞ্চলে কনসার্টের মাধ্যমে প্রচারণা চালাতে গত ১২ আগস্ট তারেক জিয়ার উদ্দেশ্যে চিঠি পাঠান এই কন্ঠশিল্পী আসিফ আকবর। উক্ত চিঠিতে আসিফ আকবর খরচ বিষয়ে একটি হিসাবও পাঠিয়েছেন। প্রাথমিকভাবে প্রায় ৫ কোটি টাকার একটি বাজেটের কথা উল্লেখ করেছেন তিনি।

আসিফ আকবরের আর্থিক অনুদানের আবেদন নিয়ে দলের মধ্যে শুরু হয়েছে নানা সমালোচনা। নেতারা তার এই আবেদনকে ভালোভাবে গ্রহণ করতে পারছেন না। তারা বলছেন, দলীয় সিনিয়র নেতাদের সাথে আলোচনা না করেই গোপনে সরাসরি তারেক রহমানের কাছে আর্থিক অনুদানের চিঠি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার সমতুল্য।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেন, নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন উপায়ে প্রচারণা চালানো যেতে পারে। আসিফের এ উদ্যোগ নিঃসন্দেহে ভালো। তবে গোপনে তারেক সাহেবের কাছে এমন আবেদন আমাদের কারোরই বোধগম্য হচ্ছে না। তাই প্রশ্ন উঠেছে- আসিফের উদ্দেশ্য নিয়ে। এ প্রশ্ন ওঠাও খুব স্বাভাবিক।

তবে এ বিষয়ে তারেক রহমানের পক্ষ থেকে কোনো প্রত্যুত্তর আসেনি বলে জানা গেছে।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top