বকশীগঞ্জে ভিজিএফের চাল না পেয়ে মানববন্ধন

S M Ashraful Azom
বকশীগঞ্জে ভিজিএফের চাল না পেয়ে মানববন্ধন

বকশীগঞ্জ সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জে ভিজিএফের চাল না পেয়ে সংশ্লিষ্ট প্যানেল চেয়ারম্যান কে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর ২ টায় ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদে।

জানা গেছে, ঈদ উল আজহা উপলক্ষে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে ৪ হাজার ১৫৯ টি ভিজিএফের কার্ড বরাদ্দ দেওয়া হয়।

গত তিন ধরে ওই ইউনিয়নে চাল বিতরণ চলছে। গতকাল শনিবার ২০০ কার্ডধারী চাল না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠে। পরে তারা দুপুর ২ টায় ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয় এবং স্থানীয় মির্ধাপাড়া মোড় এলাকায় মানববন্ধন করে।

মানববন্ধনে তারা অবিলম্বে চাল আত্মসাতকারী প্যানেল চেয়ারম্যান ফারুক মিয়া সহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানান।

তবে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের সচিব মফিজ দুলাল জানান, নির্ধারিত সময়ে চাল বিতরণ শেষ করা হয়েছে।

সময়মত কিছু কার্ডধারী চাল না নেয়ায় সেই চাল গুলো স্থানীয় গরিব ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top