ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : ৩০.০৮.১৮
জলবায়ূ পরিবর্তনের ক্ষয়ক্ষতি বিষয়ে মানুষের সহনশীল সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কুড়িগ্রামে বৃহস্পতিবার বাংলাদেশের স্থায়ীত্বশীল উন্নয়নে জলবায়ূ পরিবর্তনে সমন্বিত অভিযোজন প্রকল্পের আওতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ূ মন্ত্রণালয়, ইউএনডিপি এবং জেলা প্রশাসন যৌথভাবে এই সভার আয়োজন করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় পরিবেশ, বন ও জলবায়ূ মন্ত্রণালয়ের ডিপুটি সেক্রেটারী এএসএম ফেরদৌস, ইউএনডিপি’র ন্যাশনাল কনসালটেন্ট ড. আমিনুল ইসলাম, ড. রোকেয়া খাতুন ও প্রোগ্রাম ডেভলপমেন্ট স্পেশালিস্ট আরিফ এম রহমান, বিশিষ্ট সাংবাদিক ডাঃ জি এম ক্যাপ্টেন উপস্থিত ছিলেন।
প্রকল্পটি ৫ বছর মেয়াদে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে কুড়িগ্রাম, রাঙামাটি এবং চট্টগ্রাম-এই ৩ জেলায় বাস্তবায়িত হবে।