শাহরাস্তিতে ৭ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলা

S M Ashraful Azom
শাহরাস্তিতে ৭ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলা
রকি চন্দ্র সাহা: 'সবুজে বাঁচি সবুজ বাঁচাই, নগর প্রাণ-প্রকৃতি সাজাই' এ শ্লোগানে শাহরাস্তিতে ৭ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা শুরু হয়। প্রধান অতিথি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি টেলিকনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ হাছিনা আক্তার, শাহরাস্তি পৌর-সভার পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মানিক লাল মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, প্রকৌশলী রেজওয়ানুর রহমান, নির্বাচন কর্মকর্তা ওবায়েদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহম্মেদ, বন কর্মকর্তা শাহআলম প্রধানীয়া, সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি দত্ত, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, সহ -সভাপতি হাবিবুর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ। মেলার আয়োজক উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন আগত অতিথিদের মেলায় প্রদর্শিত ১৬টি স্টল ঘুরিয়ে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছ দেখান।

এছাড়া মেলায় কৃষি বিভাগ এ একশত এর চেয়ে ও বেশি রকমের দেশীয় ফলের প্রদর্শন করেন। এ মেলা ৭ দিনব্যাপি জনগণের জন্যে উন্মুক্ত রাখা হবে।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top