রকি সাহাঃ গত ২ই জুলাই "আসুন বেশি করে গাছের চারা লাগাই" পরিবেশ বাচাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তি উপজেলা আনসার ভিডিপি সদস্যদের মাঝে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন টয়লেট ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কার্যলায়ের সূত্রে জানা যায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে ২০১৭-১৮ অর্থবছরের ৮ হাজার ৪শ’ ৬৭টি স্বাস্থ্যসম্মত টয়েলট ও উপজেলা বনবিভাগ থেকে ফলজ ও বনজি ১৬ হাজার ৯শ’ ৩৪টি গাছের চারা আনসার ভিডিপি সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা এটিএম শাহ্আলম ও উপজেলা আনসার ভিডিপি কমান্ডার মোহাম্মদ আবদুস সাত্তার পিপিএম (বার) উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রতিকুল আবহাওয়া এবং সবুজ বনায়ন এর বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে, রাস্তা – ঘাট, বসত বাড়ীর চার পাশে বেশি করে ফলজ বনজ গাছ লাগানোর জন্যই আনসার ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে বলে বক্তারা তাদের বক্তবে তুলে ধরেন।