ছোট দলগুলোর বিএনপির জাতীয় ঐক্যে বিশ্বাস নেই

S M Ashraful Azom
ছোট দলগুলোর বিএনপির জাতীয় ঐক্যে বিশ্বাস নেই

সেবা ডেস্ক: রাজনৈতিক অঙ্গনে বেশ জোরেশোরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় ঐক্য গঠনের আলোচনা হচ্ছে। বিশেষ করে চলতি বছরের গত ফেব্রুয়ারিতে বিএনপির নেত্রী খালেদা জিয়ার সাজা হওয়ার পর এই আলোচনার পালে বাতাস লাগে। বিএনপির মূল উদ্দেশ্য আওয়ামী লীগ ও তাদের মিত্রদের বাইরে থাকা দলগুলোকে নিয়ে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটি বড় নির্বাচনী জোট গঠন করা।

এ জন্য রাজনীতির মাঠে অপেক্ষাকৃত ছোট দলগুলোকে নিজেদের দিকে টানতে চায় বিএনপি। বিএনপির এমন ‘প্রয়োজনীয়তা’টের পেয়ে ছোট দলগুলো ঐক্যে যেতে নিজেদের মধ্যে নানা হিসাব-নিকাশ শুরু করেছে। এই দলগুলোর নেতারা দর-কষাকষি করছেন বিএনপির নেতাদের সঙ্গে।

অবশ্য ছোট দলগুলোর নেতারা মনে করছেন জাতীয় ঐক্যের সুফলভোগী কেবল বিএনপিই হবে। বিএনপি ছোট দলগুলোকে রাজনীতির মাঠে সুবিধা দিলেও ক্ষমতায় গেলে কোনো ধরণের সুযোগ সুবিধা দেবে না। তাই বিএনপির সঙ্গে ঐক্য করার ক্ষেত্রে ছোট দলগুলো সতর্কতা অবলম্বন করছে।

বিএনপির জাতীয় ঐক্যে কি জামায়াত থাকবে? আসন ভাগাভাগি কেমন হবে? সরকার পরিচালন-পদ্ধতি কেমন হবে? বিএনপি ক্ষমতায় গেলে সরকারে ছোট দলগুলোর অবস্থান কী হবে— এমন চারটি প্রশ্নে ঘুরপাক খাচ্ছে বিএনপির জাতীয় ঐক্য।

ছোট দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য করতে তারা আগে চুলচেরা বিশ্লেষণ করছে। তা না হলে বিএনপি ক্ষমতায় গেলে তাদের ভূমিকার কথা ভুলে যেতে পারে দলটি। তাই বিএনপির জাতীয় ঐক্য নিয়ে ছোট দলগুলোর মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। বিএনপির ঐক্যে তাদের বিশ্বাস নেই বলে মনে করছে ছোটদলের নেতারা।




ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top