জামালপুরে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত

S M Ashraful Azom
জামালপুরে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত

মাসুদ রানা, জামালপুর প্রতিনিধি:  জামালপুরে বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ, জামালপুর জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৪৮তম জন্মবার্ষিকী কেক কেটে পালিত হয়েছে। 

এ উপলক্ষে ২৭ জুলাই শুক্রবার সন্ধ্যায় জামালপুর জেলার নয়াপাড়ার পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জামালপুর জেলা শাখার বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ সভাপতি মো. সাইফুল ইসলাম কেক কেটে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলা শাখার বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ সাধারণ সম্পাদক মো. আ. কাদের, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন বাবু সহ সংগঠনের সিনিয়র নেতারা।

বক্তারা সজীব ওয়াজেদ জয়ের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ডিজিটাল বাংলাদেশ গঠনে সহযোগিতা করায় তাকে আন্তরিক অভিনন্দন জানায়। এ সময় জয়ের দীর্ঘায়ু কামনা করা হয়।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top