বকশীগঞ্জ সংবাদদাতা: জামালপুর জেলার বকশীগঞ্জে কয়েকদিনের টানা প্রবল বর্ষনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টিতে সাধারণ মানুষের চরম দুর্ভোগ শুরু হয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ রাস্তা ঘাট গুলো ভেঙে যাচ্ছে। অনেক রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সাধুরপাড়া ইউনিয়নের ইউপি সদস্য মো. জাকারিয়া হাসান সুজন জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তার মাটি খসে যাওয়ায় গাজীর পাড়া বাজার থেকে কেবি মডেল উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একই সঙ্গে বিলেরপাড় গ্রামের রাস্তা দিয়েও চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের ।
বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচলের কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।
প্রবল বর্ষনের কারণে বকশীগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ড মোড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে যান চলাচলে বিঘœ ঘটছে।
বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড় থেকে পানি বের হওয়ার জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে সীমাহীন কষ্টের সম্মুখিন হতে হয় পথচারী সহ বিভিন্ন পেশাজীবী মানুষের।
বৃষ্টির কারণে শ্রমজীবী মানুষ গুলো কর্মহীন হয়ে পড়েছে। অফিস ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গুলোতে লোক সমাগম কমতে শুরু করেছে।