সেবা ডেস্ক: পটুয়াখালী জেলার দুমকি উপজেলা নির্বাহী অফিসার রায়হান আহমেদ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। ২৩ জুলাই সোমবার জাতীয় পাবলিক সার্ভিস ডে উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুমকি উপজেলার ইউএনও রায়হান আহমেদ কে সেরা ইউএনও’র ঘোষনা ও পুরস্কার দেওয়া হয়।
তিনি ৩০তম ব্যাচের একজন সুদক্ষ ও মেধাবী কর্মকর্তা। বিগত ২৮ ফেব্রুয়ারী দুমকি উপজেলার নির্বাহি কর্মকর্তার পদে যোগদান করেন। নূতন কর্মস্থলে যোগদানের পর খুব অল্প দিনেই তাঁর প্রশাসনিক দক্ষতা ও বিচক্ষনতা দিয়ে সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠেছেন। তিনি সততা, নিষ্ঠা ও ন্যায় পরায়ন কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে উপজেলার সর্বস্তরের মানুষের আস্থা অর্জণ করতে সক্ষম হয়েছেন।
আরও পড়ুন>>বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ে কিছু কথা : আহমেদ রায়হান
আরও পড়ুন>>বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ে কিছু কথা : আহমেদ রায়হান
ইউএনও রায়হান আহমেদ ১৯৮৬সালে ঢাকা জেলার সাভার উপজেলাধীন কাতলাপুর গ্রামে একটি সম্ভ্রান্ত শিক্ষক পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা মৃত জয়নাল আবেদীন মাতা মনোয়ারা বেগম। পিতার ৩সন্তানের মধ্যে তিনি একমাত্র ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক। তার স্ত্রী একজন গৃহিনী।