কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনে জাপা'র প্রার্থী আক্কাছ আলী বেসরকারী ভাবে নির্বাচিত

Seba Hot News
কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক ডাঃ আক্কাছ আলী সরকার বেসরকারী ভাবে নির্বাচিত
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : ২৬.০৭.১৮

কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক ডাঃ আক্কাছ আলী সরকার ২৭০৩ ভোটের ব্যবধানে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক ডাঃ আক্কাছ আলী সরকার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৫শ ৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ প্রার্থী এমএ মতিন নৌকা প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৮শ ৯৫ ভোট।

আস‌নটি উলিপুর উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং চিলমারী উপজেলার ৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৫জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৯টি।

গত ১০ মে জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম মাঈদুল ইসলামের মৃত্যুতে আসনটি শুন্য হলে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top