কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

Seba Hot News
কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : ০৪.০৭.১৮

কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনে উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং কর্মকর্তা। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা নির্বাচন অফিসের হল রুমে নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগ প্রার্থী এম.এ মতিনের হাতে নৌকা প্রতীক এবং জাতীয় পার্টির প্রার্থী ডা. আক্কাছ আলী সরকারের নিকট লাঙল প্রতীক তুলে দেয়া হয়।

পরে নির্বাচনের আচরণবিধি ও আইনশৃংখলা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মেহেদুল করিম। এ সময় প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছাড়াও আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেত্রীবৃন্দ এবং আইনশৃংখলায় নিয়োজিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাও বক্তব্য রাখেন।

উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাঈদুল ইসলাম মুকুলের মৃত্যুতে এই আসনটি শূণ্য ঘোষাণা করা হয়। শূণ্য আসনে আগামী ২৫ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে বিএনপি অংশ না নেয়ায় শুধুমাত্র জাতীয় পার্টি ও আওয়ামীলীগের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top