ড.কামালের সন্দেহের চোখে জাফরুল্লাহ চৌধুরী

S M Ashraful Azom
ড.কামালের সন্দেহের চোখে জাফরুল্লাহ চৌধুরী

সেবা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় ঐক্য প্রক্রিয়ায় বিভিন্ন পক্ষের সঙ্গে মধ্যস্থতার কাজ করছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। দলগুলোর মধ্যে চারটি ভাগ রয়েছে যথা বিএনপি, গণফোরাম ও যুক্তফ্রন্ট এবং সিপিবি-বাসদ। কিন্তু গণফোরামের সভাপতি ড.কামাল হোসেন বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য করতে গেলে আগেভাগেই শর্ত দিয়ে রেখেছিলেন জামায়াত ইসলামকে সঙ্গে নেওয়া যাবে না।

তবে জাফরুল্লাহ চৌধুরী জাতীয় ঐক্যের জন্য অন্য দলগুলোকেও জামায়াতের পক্ষে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। এনিয়ে ড. কামালের সঙ্গে জাফরুল্লাহর মতবিরোধ তৈরি হয়। ড.কামালের দল গণফোরাম মনে করে জাফরুল্লাহ জামায়াতের এজেন্ট হিসেবে কাজ করছেন।

বিষয়টিকে সামনে রেখেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোর সঙ্গে বিএনপির ঐক্য হচ্ছে না। জামায়াতের সঙ্গে বিএনপির দীর্ঘদিনের জোট। বিএনপি কি তাদের ছেড়ে আসবে? এমন প্রশ্নে বাসদের এক নেতা বলেন, জামায়াত নিজেরাও বুঝতে পারছে যে বিএনপিকে তাদের ছাড়তে হবে। যার প্রতিফলন সিলেটের মেয়র নির্বাচনে আলাদা প্রার্থী দেওয়া।

তবে রাজশাহী এবং বরিশালে বিএনপির প্রার্থীকে জামায়াত সমর্থন করায় জামায়াত এত সহজেই বিএনপি ছাড়বে না মনে করছেন ড.কামাল। তাই জাতীয় নির্বাচনে জামায়াত যদি বিএনপিকে না ছাড়ে তাহলে গণফোরাম কখনই বিএনপির সঙ্গে ঐক্য করবে না বলে দলীয় সূত্রে জানা গেছে।

সিপিবি-বাসদকে এই ঐক্যে আনতে চাইছেন বলে জানালেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, বামদের সঙ্গে কথা হচ্ছে। তবে বামরা অনেকটা আওয়ামী ঘরানার হওয়ায় এখানে শেষ পর্যন্ত যোগ দেওয়ার সম্ভাবনা কম।



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top