বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: ২৫ জুলাই
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মিনজীরিতলা এবং পুকুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাজীগাঁও এলাকায় আজ (২৫ জুলাই, বুধবার) উপ–নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ দুই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্যদের মৃত্যুজনিত কারণে পদ দুটি শূন্য হলে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।
সরল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মিনজীরিতলায় বিএনপি সমর্থিত প্রার্থী নুর মোহাম্মদ বৈদ্যুতিক পাখা মার্কায় ৯০৭ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীমুল ইসলাম সিকদার তালা মার্কায় ৮২৮ ভোট পেয়েছেন। অপর প্রার্থী মো. ওসমান গনি ফুটবল মার্কায় পেয়েছেন ৪৪২ ভোট। এ ওয়ার্ডে সর্বমোট ৩২৮৬ জন ভোটারদের মধ্যে ভোট প্রদান করেছেন ২২৫৭ জন। বাতিল ভোট সংখ্যা ছিল ৭৯ জন।
অপরদিকে পুকুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাজীগাঁও এ হাবীবুর রহমান মিঞা বৈদ্যুতিক পাখা পাকা মার্কায় ৭৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আবু তাহের চৌধুরী আপেল মার্কায় পেয়েছেন ৬৩০ ভোট। এ ওয়ার্ডে মোট ১৭১৮ জন ভোটারদের মধ্যে ভোট প্রদান করেছেন ১৩৭০ জন। বাতিল ভোট সংখ্যা ছিল ৪ জন। বাঁশখালী উপজেলা নির্বাচন অফিসার মো. ফয়সাল আলম জানান, গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠুভাবে ভোট হয়েছে। উৎসুখ ভােটারগণ শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছেন।