ডিএসএমএফ-গ্রীণের এর বিজনেস কনফারেন্স ও ঈদপূর্ণমিলনী ১৮' সম্পন্ন

S M Ashraful Azom
ডিএসএমএফ-গ্রীণের এর বিজনেস কনফারেন্স ও ঈদপূর্ণমিলনী ১৮' সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) : ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ বাঁশখালী-কক্সবাজার এর উদ্যোগে গ্রীণ ডিভাইন মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন লি. এর বিজনেস প্লান নিয়ে দিন ব্যপী কর্মশালা ও ঈদপূর্ণমিলনী অনুষ্টান ২৯ জুন শুক্রবার বাঁশখালী উপজেলার জলদী পৌরসভাস্থ কোম্পানীর অস্থায়ী অফিসে সম্পন্ন হয়। 

কোম্পানীর শেয়ার হোল্ডার শিব্বির আহমদ রানা এর সঞ্চালনায় প্রধান অথিতি ছিলেন ডিএসএমএফ গ্রীণের কেন্দ্রীয় সহ-সম্পাদক হাফেজ মুহাম্মদ সাখাওয়াত হোসেন মামুন। এসময় তিনি কোম্পানীর বিভিন্ন প্রোডাক্টস্ এর পরিচিতি সহ ব্যবসায়ীক সুদূর পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।


এ সময় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় ডিএসএমএফ গ্রীণের সদস্য আবু জাফর মিলন, সৌদি আরব প্রবাসী ডিএসএমএফ গ্রীণের সদস্য মো. ওবাইদুল্লাহ, চট্টগ্রাম বিভাগীয় ডিএসএমএফ গ্রীণের সদস্য মো. নুরুল আবচার, কাঞ্চন কুমার চৌধুরী, মাহাবুব আলম, ডা. ভগিরথ তালুকদার, কক্সবাজার ডিএসএমএফ গ্রীণের সমন্বয়ক মো. মঞ্জুর আলম। তা ছাড়া বাঁশখালী, পেকুয়া, চকোরিয়া উপজেলার ডিএসএমএফ গ্রীণের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top