বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পানিতে ডুবে মো. শান্ত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭ টার দিকে ঘটনাটি ঘটেছে পৌর এলাকার টিকরকান্দি গ্রামে । শান্ত ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, রফিকুল ইসলামের ছেলে মো. শান্তকে (৩) শুক্রবার সকাল থেকে পাওয়া না গেলে বাড়ির লোকজন ও আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করতে থাকে ।
পরে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ ভেসে উঠে। ধারণা করা হচ্ছে এই ডোবার পানিতে ডুবে শিশু শান্তর নির্মম মৃত্যু হয়েছে।
স্থানীয় পৌর কাউন্সিলর মো. হারুনুর রশিদ পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।