বকশীগঞ্জ সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। রোববার বেলা ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি শেষে উপজেলা চত্বরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, উন্নয়ন সংঘ রি-কল প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, স্বনির্ভর বাংলাদেশের ব্যবস্থাপক রেজাউল করিম প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।