রকি সাহা: দেশ এখন প্রযুক্তিতে পিছিয়ে নেই। আমরা সফলভাবে স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ উৎক্ষেপণ করেছি। কয়েক মাসের মধ্যে এর কার্য্যক্রম শুরু হবে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রের কাতারে দাঁড়াবে। এদেশ হবে বিশ্বের উন্নত রাষ্ট্রের মত সমৃদ্ধ শালী। উপরোক্ত কথাগুলো বলেছেন সাবেক সফল স্ব-রাষ্ট্র মন্ত্রী মেজর(অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, তিনি গত ১৩ মে রবিবার দুপুরে সুচিপাড়া যুক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শহিদ উল্লাহ্ বি কম পাটোয়ারীর সভাপতিত্বে শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযুদ্ধা মোঃ ফরিদউল্যা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মাদ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, স্থানীয় চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক মন্জুরুল আহছান জুয়েল চেয়ারম্যান ফারুক দর্জি, কলেজ ছাত্রলীগ এর সভাপতি অফু সহ অন্যান্য নেত্রীবৃন্দ।