ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী প্রতিনিধি: সর্বক্ষেত্রে মায়ের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রীবরদীতে যথাযোগ্য মর্যদায় ‘মা’ দিবস উদ্যাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রোববার সকালে শ্রীবরদী অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ্জহুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। প্রধান অতিথি ‘মা’য়ের অধিকার সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
আরও পড়ুন>>বকশীগঞ্জে বিশ্ব মা দিবস ২০১৮ পালিত
অন্যান্যের মধ্যে মাধ্যমিক কর্মকর্তা রুহুল আলম তালুকদার, নির্বাচন কর্মকর্তা, মোহাম্মদ মাহমুদুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, শ্রীবরদী এপি পাইলট ইন্সটিটিউশনের সহকারি প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।