রকি সাহা:শাহরাস্তিতে বেশ কয়দিনের টানা বৃষ্টির কারনে তরমুজ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গার তরমুজ ব্যবসায়ী মো: সাইফুল জানান অনেক বছর যাবত আমি এই ব্যবসা করে আসছি।
তবে এই বছরের মত তরমুজ বিক্রি নিয়ে বিপাকে পড়তে হয়নি। অতি ঝড়ে বৃস্টির ফলে তরমুজ পঁচে যাচ্ছে। লাভ তো দুরের কথা তরমুজ ব্যবসায় যে টাকা চালান খাটাইছি তাও ফেরত পাবোনা। আশে পাশের খালে তরমুজ ফেলে দিতে হচ্ছে। সরকার কৃষকদের ফসলি জমিতে ক্ষতি পুরন দেন,এখন আমার মতই যারা তরমুজ ব্যবসায় জড়িত তাদের কে দেখবেন।
আরেক ব্যবসায়ী আবু তাহের বলেন অনেক কষ্টে সংসার চালাতে হচ্ছে। ক্রেতা বৃষ্টির কারনে আসেনা। আমরা রাস্তার পাশে দোকানদারি করে থাকি। শাহরাস্তিতে সরকারিভাবে একটি মার্কেট দেয়ার দাবি জানান। ব্যবসা বানিজ্য করার তেমন কোন স্থান নেই এই উপজেলায়।