বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে রাস্তা দখল করে দোকান বসিয়ে পথচারীর চলাচলে দুর্ভোগ সৃষ্টি করা সহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরির করার দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৪ মে সোমবার দুপুর ১২ টায় বকশীগঞ্জ সদর ইউনিয়েনের নঈম মিয়ার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান সিদ্দিক।
এ সময় হোটেল ব্যবসায়ী সহ চার ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপ-পরিদর্শক আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সপারিনটেনডেন্ট আশরাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মোস্তফা কামাল টিটন উপস্থিত ছিলেন।