বকশীগঞ্জে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে ষ্টেক হোল্ডার সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
বকশীগঞ্জে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে ষ্টেক হোল্ডার সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বেসরকারি সংস্থা ঢাকা আহছানিয়া মিশন ইউনিক- ২ প্রকল্পের উদ্যোগে ষ্টেক হোল্ডার সভা সকালে সোমবার সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুমুল হক সিদ্দিকী সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আঃ হামিদ, এআরপির নির্বাহী পরিচালক মোফাজ্জল হক আলম, উন্নয়ন সংঘের রি-কল প্রকল্পের সমন্বয়কারী জোস্না আক্তার সহ বিভিন্ন এনজিও এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

সভায় ইউনিক -২ প্রকল্পের এলাকা ব্যবস্থাপক মো. আবদুল হালিম প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন ।

সভার সভাপতি মোঃ মাসুমুল হক সিদ্দিকী ইউনিক প্রকল্পের শিক্ষার্থীরা যদি তার বিদ্যালয়ে ভর্তি থাকে বা ভর্তি হয় এবং দরিদ্র পরিবারের সন্তান হলে সেক্ষেত্রে বিনা বেতনে পড়ার সুযোগ দিবেন বলে ঘোষনা দেন ।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top