বকশীগঞ্জে বোরো চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

S M Ashraful Azom
বকশীগঞ্জে বোরো চাল সংগ্রহ অভিযান উদ্বোধন


বকশীগঞ্জ সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জে চলতি বোরো মওসুমের চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহিনা আক্তার , উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বেলাল হোসেন প্রমুখ উপস্তিত ছিলেন।

উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা যায়, এ বছর সিদ্ধ চাল প্রতি কেজি ৩৮ টাকা , আতপ চাল প্রতি কেজি ৩৭ টাকা দরে মোট ৯০৮ মেট্রিক টন চাল  ক্রয় করা হবে।

সরকারের সাথে চুক্তিবদ্ধ মিল মালিকরা এই চাল সরবরাহ করবেন।




#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top