চলতি মাসের মধ্যে নিবন্ধনের দাবীতে মানবন্ধন

S M Ashraful Azom
চলতি মাসের মধ্যে নিবন্ধনের দাবীতে মানবন্ধন

সেবা ডেস্ক:  চলতি মাসের ৩১ তারিখের পূর্বে নিবন্ধন প্রদানের দাবীতে বাংলাদেশ কংগ্রেস সহ নিবন্ধন প্রত্যাশী কয়েকটি রাজনৈতিক দল ১২ মে শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবন্ধন করে।

বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বেঙ্গল জাতীয় কংগ্রেস, জনতার কথা বলে, দেশপ্রেমিক নাগরিক পার্টি, প্রভৃতি দল অংশ গ্রহণ করে।

চলতি মাসের মধ্যে

সভাপতির বক্তব্যে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, অতি দ্রুত নিবন্ধন দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার পর্যাপ্ত সময় দিতে হবে। নির্বাচনী প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। সেজন্য ৩১শে মে’র মধ্যে আমরা দলের নিবন্ধন চাই।
আরও পড়ুন>>নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে বাংলাদেশ কংগ্রেস'র সংশোধিত আবেদন
বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের চেয়ারম্যান খাজা মহিবুল্লাহ শান্তিপুরী বলেন, নির্বাচনের মুখোমুখী নিবন্ধন দিলে নতুন দলগুলি কিভাবে নির্বাচনে অংশ নিবে? বড় দলগুলি যেখানে ইতিমধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে, সেখানে আমরা এখনো নিবন্ধন পেলাম না।


বেঙ্গল জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুল হোসেন বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে হলে দ্রুত নতুন নতুন দলের নিবন্ধন দিয়ে তাদেরকে নির্বাচন করার সুযোগ দিতে হবে।
আরও পড়ুন>>বাংলাদেশ কংগ্রেস'র ‘গ্রহণযোগ্য নেতৃত্ব অর্জনে করণীয়’ কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান একেএম আবু হানিফ হৃদয় বলেন, নিবন্ধিত পুরাতন দলগুলির অধিকাংশের দৃশ্যমান কর্মকান্ড নেই। এখন দরকার গতিশীল নতুন দলগুলিকে নিবন্ধন দিয়ে দেশগঠনে কাজ করার সুযোগ প্রদান।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top