লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি: সমবায়ই শক্তি,সমবায়ই মুক্তি এ আলোকে দারিদ্রমূক্ত বাংলাদেশ বিনির্মানে কৃষক,বিত্তিহীন মহিলাদের সংগঠিত করে গ্রামীন নেতৃত্বে বিকাশ সাধন সহ নারীর ক্ষমতায়নে পল্লী উন্নয়ন বোর্ড সারা দেশে একযোগে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২২ এপ্রিল রবিবার জামালপুরের ইসলামপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ৩১তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, ২২ এপ্রিল রবিবার ইসলামপুর ইউসিসিএ লিমিটেড, বিআরডিবি আয়োজনে বিআরডিবি মিলানায়তনে বার্ষিক সাধরন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও ইসলামপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি জাহের আলী চুন্নুর সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্য উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধূরী শাহিন,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভিন পূথিঁ,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন বক্তব্য রাখেন।
কেন্দ্রীয় সমবায় সমিতির সহ সভাপতি ও উপজেলা কৃষক লীগের সভাপতি তাছির উদ্দিনের সঞ্চালনায় এ সময় সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান,সহ উপজেলা বিভিন্ন সমবায় সমিতির সমবায়ীরা উপস্থিত ছিলেন। সভায় সমবায় সমিতির লক্ষ উদ্দেশ্য, সমবায়ীদের সমিতির অবকাঠামো জোড়ধার সার্বিক বিষয়ে আলোচনা হয়।
আরও পড়ুন>>বকশীগঞ্জে দুঃস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ
সভায় চর বাটিকামারী মহিলা সমবায় সমিতির ম্যানেজার বুলি বেগম ও উত্তর সিরাজাবাদ মহিলা সমবায় সমিতির রোকেয়া বেগমকে ১% সেবামূল্যের চেক প্রদান করা হয়।