সেবা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর শহর কমিটির সহ সভাপতি লায়ন জাকির হোসেনকে মালায়শিয়াতে অপহরণ করেছে একদল সন্ত্রাসী। গত ২৬ শে মার্চ বিকাল ৫ টার দিকে মালায়শিয়া সেলাংগর এর সেরি কাম্বাংগান এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
জাকির হোসেন চাঁদপুর শহর কমিটি বিএনপির সহ সভাপতি এবং একজন ব্যবসায়ী বলে দলের সংস্লিষ্ট ব্যক্তিরা জানান।
অপহ্নত ব্যক্তির পরিবারের একজন সদস্য জানান,গত ২৬ শে মার্চ ২০১৮ইং বিকাল ৫ টায় স্বাধীনতা দিবসে বাংলাদেশী কমিউনিটির একটি অনুসঠানে যোগ দিতে তিনি সেরি কাম্বাংগান উপস্থিত হন।
সেখানে ওঁত পেতে থাকা একদল সন্ত্রাসী অভিনব কায়দায় তাকে অপহরণ করে নির্জন ও গভীর পাহাড়ি এলাকায় সন্ত্রাসী আস্তানায় নিয়ে যায়।সেখানে ১২/১৪ জনের স্থানীয় অপহরণ কারীদের মধ্যে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী দেলু সিকদার এবং তার বাহিনীও ছিল।তারা প্রথমে মোটা অংকের টাকা দাবি করে, জাকির হোসেন টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা এক সপ্তাহ যাবত চরম শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং মেরে মাটিতে পুঁতে ফেলার হুমকি দেয়।
এক পর্যায়ে প্রতি মাসে ৫ লক্ষ টাকা দাবি করা হয় এবং বাংলাদেশে থাকা জাকির হোসেনের স্ত্রীকে নির্যাতনের প্রকৃতি মোবাইলের মাধ্যমে শুনাইতে থাকে আর হুমকি দিতে থাকে দেলু সিকদারের প্রতিনিধির কাছে নিদৃষ্ঠ যায়গায় ৫ লক্ষ টাকা না পৌছাইলে জ্যান্ত পঁুতে ফেলা হবে।
স্বামীর জীবন রক্ষার্থে ঢাকার মিরপুর বেড়ি বাঁধ এলাকায় দেলু সিকদারের প্রতিনিধিদের নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দেওয়ার পর মালায়শিয়া সারডাং রেল স্টেশনের পাশে তাকে ফেলে দিয়ে যায়।
জাকির হোসেনের ভাই বলেন, দেলু সিকদার পুর্বেও বহুবার মোটা অংকের চাঁদা দাবি রেছে,আমাদের ব্যবসায়িক প্রতিসঠানে হামলা চালিয়েছে, তার লোকজন আমার ভাতিজাকে অপহরণের চেস্টা করেছে এবং আমাদের শেষ করে ফেলার হুমকি দিয়েছে। জানা যায়, সন্ত্রাসিদের ভয়ে তার পরিবার এখন পলাতক অবস্থায় রয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান,পুলিশ দেলু সিকদারকে গ্রেফতার করার জন্য চেস্টা করছে।আমরা বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে দেলু সিকদার বাহিনীর কয়েকজন সদস্যকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।